ফেনীতে প্রায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। বুধবার সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল মো. মারুফুর আবেদীন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ। বিজিবি জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৯ হাজার ৩৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৭ হাজার ৬০০ টাকা মূল্যের ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, ১ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ৬৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল, ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫০০ টাকা মূল্যের ১৩ হাজার ২১১ বোতল ভারতীয় হুইস্কি, ১৮ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ৫১৫.৫ কেজি ভারতীয় গাঁজা, ৪৯ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা মূল্যের ১৬ হাজার ৪৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২০০ টাকা মূল্যের ১৩ লাখ ৮৩ লাখ ৬৬২ পিস ভারতীয় সেনেগ্রা, টার্গেট ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট, ৩৯.৫ লিটার বাংলা মদ যার মূল্য ১১ হাজার ৮৫০ টাকা, ৯ বোতল রিকোডেক্স সিরাপ যার মূল্য ৩ হাজার ৬০০ টাকা। এ সময় সর্বমোট ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, নিজের জীবনকে উৎসর্গ করে বিজিবি দেশের সীমান্ত রক্ষা করছে। মাদক ক্যান্সারের মত ব্যাধি। এটা শুধু বিজিবির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের প্রচেষ্টা থাকলে এ দেশ একদিন মাদকমুক্ত হবেই হবে। বিজিবির সদর সেক্টর কুমিল্লা উপ-পরিচালক, সেক্টর কমান্ডার কর্ণেল মো. মারুফুল আবেদীন বলেন, শুধু পরিবার নয় পুরো দেশের জন্য হুমকি স্বরুপ একজন মাদকসেবী। বিজিবি সর্বদা মাদক রোধে জিরো টলালেন্সে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান রোধ কল্পে বিজিবির প্রতিটি সদস্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। Share this:FacebookX Related posts: ফেনীতে ২২৫ জনের শরীরে করোনা শনাক্ত ফেনীতে যুবকদের স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ ফেনীতে করোনা সংক্রমিতের সংখ্যা ৯’শ ছাড়াল ফেনীতে আাল্লাহ ও রাসূলের নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য ফেনীতে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ফেনীতে সয়াবিন তেল উদ্ধার পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম নোয়াখালীর হাতিয়ায় তলিয়ে গেছে ৪ ইউনিয়ন নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা ৫০ লাখ টাকা চাঁদা না দেয়ায় প্রবাসীকে ক্রসফায়ারে হত্যা, চকরিয়ার ওসিসহ ২ জনের বিরুদ্ধে মামলা সন্তানের হাতে পিতা খুন! SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: করেছেপ্রায় ১৭ কোটি টাকারফেনীতেবিজিবিমাদক ধ্বংস