দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (২৫ জুলাই) তিনি এক বার্তায় এ অভিনন্দন জানান। দ্রৌপদী মুর্মু (৬৪) সোমবার ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। তিনি দেশটির প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। একই সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ভারতের প্রজাতন্ত্রের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমি এই অঞ্চলে নারীর ক্ষমতায়নে সেরা দেশগুলোর মধ্যে একটি হিসেবে আপনাকে এ উচ্চপদের দায়িত্ব নিতে দেখে আনন্দিত।’ আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক ইতিহাস ও সংস্কৃতি, আস্থা এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অব্যাহত সহযোগিতার প্রতি শ্রদ্ধাশীল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজ আমাদের সহযোগিতা বাণিজ্য, সংযোগ, জলসম্পদ ব্যবস্থাপনা, শক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।’ তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ভারতের রাষ্ট্রপতি হিসাবে আপনার মেয়াদে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন ও ভালো সহযোগিতা আরও জোরদার হবে। আমি শুধু পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতেই নয়, এই অঞ্চলে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা বাড়াতেও আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’ Share this:FacebookX Related posts: ইসমত আরা সাদেক এমপি’র প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দেশে ডিভোর্সের হার অনেক বেড়েছে, এটা খুবই লজ্জাজনক: রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতীয় পতাকা বহনের সুযোগ সবার জীবনে আসে না : রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নাসিম ছিলেন একজন নির্ভীক যোদ্ধা: রাষ্ট্রপতি ঈদে অসহায়রা যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করতে হবে : রাষ্ট্রপতি স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি মানসম্মত শিক্ষার সঙ্গে আপসের সুযোগ নেই : রাষ্ট্রপতি আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন: রাষ্ট্রপতি SHARES Matched Content জাতীয় বিষয়: অভিনন্দন জানালেনদ্রৌপদী মুর্মুকেরাষ্ট্রপতি