ডিআর কঙ্গোয় জাতিসংঘে হামলা, মৃত ১৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : ডিআর কঙ্গোয় জাতিসংঘের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বহু মানুষ। সেখান থেকেই কর্মীদের লক্ষ্য করে হামলা শুরু হয়। জাতিসংঘের ১৫ কর্মী নিহতয় হয়। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর দুইটি অঞ্চলে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। কঙ্গোর পূর্ব গোমা এবং বুটেম্বোয় সবচেয়ে বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। জাতিসংঘের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা আচমকাই সহিংস হয়ে ওঠে। তারা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে জাতিসংঘের কর্মীদের উফর আক্রমণ চালাতে শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, বুটেম্বোর ঘটনায় এক শান্তিবাহিনীর সদস্য এবং দুইজন আন্তর্জাতিক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কিছু ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনায় সব মিলিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের দুই কর্মী ভারতীয় বলে জানা গেছে। দুইজনই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। জাতিসংঘের মিশনের জন্য তাদের ডিআর কঙ্গোয় পাঠানো হয়েছিল। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, জাতিসংঘের বিরুদ্ধে যে কোনো আক্রমণই যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। আক্রমণকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কঙ্গোর প্রশাসনকে দ্রুত এই ঘটনার তদন্তের আর্জি জানিয়েছেন গুতেরেস। যে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুর তদন্তের কথাও বলেছেন তিনি। জাতিসংঘ জানিয়েছে, এই ঘটনার তদন্তে কঙ্গোর প্রশাসনকে জাতিসংঘ সমস্তরকমভাবে সাহায্য করবে। কঙ্গোয় কেন জাতিসংঘ দীর্ঘদিন ধরেই ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোয় জাতিসংঘ কাজ করছে। সেখানে শতাধিক সশস্ত্র বিক্ষুব্ধ গোষ্ঠী আছে। যারা নিজেদের মধ্যে এবং সরকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায়। তাদের হামলার শিকার হন সাধারণ মানুষ। কঙ্গোয় শান্তি বজায় রাখার জন্যই সেখানে জাতিসংঘের কর্মীরা আছেন। কিন্তু অভিযোগ, জাতিসংঘ লড়াই থামাতে যথেষ্ট সচেষ্ট নয়। সে কারণেই বার বার সেখানকার সাধারণ মানুষ জাতিসংঘের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। মঙ্গলবারও তেমনই বিক্ষোভ শুরু হয়েছিল। পরে তা সহিংস হয়ে যায়। সূত্র: ডয়েচে ভেলে। Share this:FacebookX Related posts: চীনে করোনাভাইরাস বড় শহরেও ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ায় নতুন দাবানলে রাজধানীর বিমান বন্দর বন্ধ চীনে ৫৭১ জন করনাভাইরাসে আক্রান্ত ফিলিপাইনে বিমানে আগুন ধরে নিহত ৮ করোনার দ্বিতীয় ঢেউ ইউরোপে এবার ভারতকে পানি দেয়া বন্ধ করল ভুটান খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প তুরস্কের সঙ্গে উত্তেজনা, বিপুল পরিমাণ অস্ত্র কিনছে গ্রিস যুক্তরাষ্ট্রে বড়দিনে বোমা হামলা তীব্র শৈত্যপ্রবাহে দিল্লিতে মদপান নিষেধ অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান ডব্লিওএইচও’র বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কঙ্গোয়জাতিসংঘেডিআরহামলা মৃত ১৫