স্ত্রীকে নির্যাতনে বাঁধা দেয়ায় প্রতিবেশীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২

অনলাইন ডেস্ক : ভোলায় স্ত্রীকে নির্যাতনের সময় বাঁধা দেয়ায় প্রতিবেশী এক যুবককে গলা কেটে হত্যা করেছে স্বামী। ঘটনার পর পরই হত্যাকারীকে পুলিশ আটক করেছে।
রোববার সকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ডাকাতিয়া চৌমুহনী গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ (২২) একই এলাকার শাহে আলমের ছেলে।

ঘাতক মো. রায়হান ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়হান তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি একপর্যায়ে মারধর শুরু করে। এ সময় প্রতিবেশী যুবক নাহিদ ঈদের দিনে এমন ঝগড়া ফ্যাসাদ বন্ধ করতে বলে রায়হানকে থামাতে যায়। এতে রায়হান উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে নাহিদকে গলা কেটে হত্যা করে। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকারী রায়হানকে আটক করে।

নাহিদকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক নিশি তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী রায়হানকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।