ময়মনসিংহে এক নারীকে ১০ বছর ধরে ধর্ষণের অভিযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে দশ বছর ধরে ধর্ষণের অভিযোগ ওঠেছে নূরুল হুদা নুরু নামে এক ইট ভাটার মালিকের বিরুদ্ধে। গত শুক্রবার তিন মাসের গর্ভবতী ওই ধর্ষিতা নারী মুক্তাগাছা থানায় মামলা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাশুড়ি গ্রামে। থানা পুলিশ ও ধর্ষণের শিকার নারী জানায়, উপজেলার ঘোগা ইউনিয়নের বাশুড়ি গ্রামের এক সন্তানের জননীর বিয়ে বিচ্ছেদ হয় প্রায় দশ বছর আগে। বিয়ে বিচ্ছেদের সময় মূল মাতবর হিসেবে দায়িত্ব পালন করেন একই গ্রামের একাধিক ইট ভাটার মালিক ও এলাকার প্রভাবশালী নূরুল হুদা নুরু। ওই সময় থেকেই ওই নারীর ওপর কু-নজর পড়ে তার। এর পর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় দশ বছর ধরে ধর্ষণ করে আসছিল সে। ওই নারীর নতুন করে একাধিক এলাকা থেকে বিয়ের প্রস্তাব এলেও ভয়ভীতি দেখিয়ে বিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠেছে নূরুর বিরুদ্ধে। এর মাঝেই তিন মাসের গর্ভবতী হয়ে পড়েন ওই নারী। এ নিয়ে তীব্র মনোমালিন্য হয় তাদের মাঝে। অনাগত পেটের সন্তান গর্ভপাত ঘটাতে চাপ সৃষ্টি করা হয় ওই নারীকে। ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেন গোপন এক স্থানে। পরে বৃহস্পতিবার স্বজনদের সঙ্গে নিয়ে অনেক ভয়ে আশ্রয় নেন থানায়। এ ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইট ভাটার মালিক নূরুল হুদা নুরু বলেন, মৌখিকভাবে ময়মনসিংহের একটি হোটেলে ওই নারীকে সে বিয়ে করেছে। বিবাহিত স্ত্রীর সাথে মেলামেশা ধর্ষণ হবে কেন। তবে এ বিয়ে তার প্রথম স্ত্রী আগে জানতো না। থানার ওসি আলী মাহমুদ বলেন, ধর্ষিতা নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইট ভাটার মালিক নূরুল হুদা নূরুর বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে, এর সাথে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামী গ্রেফতার ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক শহরের আকুয়া বাইপাসে শীত বস্ত্র বিতরণ ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার ময়মনসিংহে অস্ত্র ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে শীত বস্ত্র বিতরণ ময়মনসিংহে ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে ২৫ লক্ষ টাকা জরিমানা ময়মনসিংহে ৯০৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে আবারও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ১২ লক্ষ টাকা জরিমানা ময়মনসিংহে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য আটক ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-২ SHARES Matched Content দেশের খবর বিষয়: এক নারীধর্ষণের অভিযোগময়মনসিংহ