হালুয়াঘাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

এম.এ মালেক, হালুয়াঘাটঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভী আর্চনা,ঢাক ঢোল বাজিয়ে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

০১ জুলাই শুক্রবার অপরাহ্নে সনাতন যুব সংঘের উদ্যেগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আকনপাড়া থেকে শুরু হয়ে কেন্দ্রীয় নাট মন্দির ও শ্রী শ্রী গৌড় নিতাই ভজন কুটির মন্দির প্রদক্ষিণ করে শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি রাধা গোবিন্দ মন্দির পর্যন্ত রথযাত্রা অনুষ্ঠিত হয়।

উক্ত রথযাত্রা শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা। আগামী ১১ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার এর সভাপতিত্বে রথযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, অফিসার ইসচাজ শাহীনুজ্জামান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার, দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক অশোক সরকার অপু,উপদেষ্ঠা কমিটির আহবায়ক মদন মহন সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ সনাতন যুবসংঘের সদস্য প্রমুখ। পৌরহিত্য করেন শ্রী শ্রী জয়ন্ত গোস্বামী।