জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিওসহ গ্রেপ্তার-৬

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

অনলাইন ডেস্ক : জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় পর্নোগ্রাফি ভিডিও বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জনি শেখ (২৮), মোঃ ফরহাদ মন্ডল (২৮), মোঃ মাহবুব ইসলাম (২৫), মোঃ রুহুল ইসলাম (১৯), মোঃ রানা মন্ডল (২৮), ও মোঃ শাজাহান মিয়া (৩৫)।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত এলাকা ত্রিমাহনী বাজারে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে সোমবার রাত ৯টায় অভিযান চালায় উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা। এ সময় পর্নোগ্রাফি ভিডিওর সরাঞ্জামসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের নিকট থেকে মনিটর ৭টি, সিপিইউ ৭টি, কি-বোর্ড ৭টি মাউস ৭টি, হার্ড ডিস্ক- ১৪টিসহ বিভিন্ন প্রকার ক্যাবল ৭টি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে পরস্পর যোগ সাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট ক্ষেতলাল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।