বিআরটিএ অফিসের দালালসহ ৫ জনের কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়ে দালালসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল গফুর মিয়া এ তথ্য জানান। এর আগে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সেখানে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাজাপ্রাপ্তরা হলেন- সুমন (৩৩), মো. আলী (৩০), জাকির হোসেন (৩৪), সোহরাব হোসেন অনিক (২০) ও ফয়সাল হোসেন (২০)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিআরটিএ সদর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম চার জনকে তিন মাসের কারাদণ্ড ও একজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তুরাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। জানা যায়, নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, নম্বর প্লেট, ফিটনেস, লার্নার ও মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম, বিআরটিএ’র অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ নেওয়া ও দালালদের দৌরাত্ম বৃদ্ধি, নানাবিধ দুর্নীতির কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দলটি সোমবার দুপুরে উত্তরার বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতার ছদ্মবেশে ঝটিকা অভিযান চালায়। পুলিশ, দুদক ও স্হানীয় লোকজন জানান, অভিযানকালে উত্তরার ডিয়াবাড়িতে বিআরটিএ অফিস প্রাঙ্গণ থেকে দু’জন দালাল এবং ফটোকপি দোকানের দু’জন মালিক ও একজন কর্মচারীকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে বিআরটিএ সদর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের নিকট থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। আদালত তাদের মধ্যে চার জনকে তিন মাসের ও একজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট দুটি কম্পিউটার দোকানও সিলগালা করে দেন আদালত। খোঁজ নিয়ে জানা যায়, এ ব্যাপারে উত্তরা বিআরটিএ’র অফিসের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সতর্ক করেছে দুদকের টিম। এ সময় সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে সেগুলো পর্যালোচনাপূর্বক পরবর্তী কার্যকরী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট টিম। তুরাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল গফুর মিয়া জানান, উত্তরার দিয়াবাড়ির বিআরটিএ অফিসে দালালি ও সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছেন। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ: একজনের স্বীকারোক্তি, রিমান্ডে ৫ পূর্ণাঙ্গ রায়ে প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রশংসা প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ২৮ দিনের রিমান্ডে পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে সাবেক ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ পিকে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা পাঁচদিনের রিমান্ডে হেফাজত নেতা জুবায়ের আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান আড়াই বছর পর কারামুক্ত সম্রাট দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া SHARES Matched Content অপরাধ বিষয়: ৫ জনের কারাদণ্ডদালালসহবিআরটিএ অফিসের