আত্রাইয়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার থাঔপাড়া নওগাঁ-নাটোর মহাসড়ক সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব (১৭) এবং নাটোরের আব্দুলপুর লালপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া নানার বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার পর তারা মোটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বেড় হয়। এসময় উপজেলার থাঐপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের তারা সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়। আর রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নিযয়ে যাওয়ার পথে বাগমারা এলাকায় তারও মৃত্যু হয়। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত শুভর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও রাকিবের লাশও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও ওসি জানান। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে হারপিক খেয়ে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত আত্রাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করোনা সন্দেহে আত্রাইয়ে ১৫ জনের নমুনা সংগ্রহ আত্রাইয়ে স্বেচ্ছাসেবি সংগঠন রূপসী নওগাঁর ঈদ সামগ্রী বিতরন আত্রাইয়ে বিদুৎপৃষ্টে নিহত-১ আত্রাইয়ে ইরি-বোরো ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক আত্রাইয়ে বিভিন্ন জেলা থেকে ধান কাটা শ্রমিকের আগমন আত্রাইয়ে সূর্যমূখী ফুল চাষে সফল কৃষক সদের উদ্দীন আত্রাইয়ে আগামজাতের ভুট্টা কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা আত্রাইয়ে জনশুমারি ও গৃহ গণনার শুভ উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইয়েদুই কিশোর নিহতনিয়ন্ত্রণ হারিয়েমটরসাইকেল