নওগাঁ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : বিজিবি নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৩/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেরগাতী (জয়পুরহাট সদর, জয়পুরহাট) নামক এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে।

যার সিজার মূল্য ২৭ হাজার টাকা। একইদিন বেলা ১ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু (ধামইরহাট, নওগাঁ) নামক এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ৮০ হাজার টাকা।

এছাড়া বুধবার দিনগত রাত ৮টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধীনস্থ ভূটিয়াপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৪/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোগড় (জয়পুরহাট সদর, জয়পুরহাট) নামক এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় (১০০এমএল) (নেশাজাতীয় কাশির সিরাপ) আটক করে। যার সিজার মূল্য-১০ হাজার ৪০০ টাকা।