হালুয়াঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
????????????????????????????????????

এম.এ খালেক হালুয়াঘাটঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম’র সভাপতিত্বে উপজেলা প্রাঙ্গণ হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ,সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী।