যাত্রীবেশে ডাকাতি, চক্রের সর্দারসহ ১০ সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ১২, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর অদূরে যাত্রীবেশে আশুলিয়ায় হানিফ পরিবহন ও গোপালগঞ্জের কাশিয়ানীতে স্টার লাইন পরিবহনের বাসে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারের সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি, বাসের টিকিট, মোবাইল ও ব্যাগ জব্দ করা হয়। র্যাব বলছে, এই ডাকাত চক্রটি গত দেড় বছরে যাত্রীবেশে মহাসড়কে ১৫টির বেশি ডাকাতি করেছে। চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারাগারে গিয়ে তারা জামিন নিয়ে এসে আবারও ডাকাতির কাজে লিপ্ত হন। এছাড়া ঢাকা-দিনাজপুরগামী একটি বাসে ডাকাতির সময় ধর্ষণের মতো ঘটনা ঘটান তারা। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আজ রোববার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপনে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-৮ এর অপর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ডাকাত চক্রের সর্দার হিরা শেখ ওরফে কালাম শেখ ওরফে সোলেমান শেখ (৪০), হাসান মোল্লা ওরফে ইশারত মোল্লা (৩৯), আরিফ প্রামাণিক ওরফে আরিফ হোসেন (৩৩), নুর ইসলাম (৫৩), রাজু শেখ ওরফে রাজ্জাক (৫৪), রেজাউল সরকার (৪৯), মো. রতন (৩৬), শরিফুল ইসলাম (৩৯), মো. হানিফ (৪২) ও নজরুল ইসলাম (৩৫)। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, আটটি দেশি অস্ত্র, শ্যামলী এনআর ট্রাভেলসের চারটি টিকিট ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেফতারকালে ঢাকা-রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পরিকল্পনা করছিল তারা। Share this:FacebookX Related posts: যাত্রী বেশে ডাকাতি, গ্রেফতার ৭ ‘ঠান্ডা শামীম বাহিনী’র সর্দারসহ ১১ ডাকাত গ্রেফতার ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক যাত্রাবাড়ীতে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ শাহজাহান গ্রেফতার রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ: একজনের স্বীকারোক্তি, রিমান্ডে ৫ SHARES Matched Content অপরাধ বিষয়: ১০ সদস্য গ্রেফতারচক্রেরডাকাতিযাত্রীবেশেসর্দারসহ