ধর্মপাশায় উপজেলা আওয়ামীলীগের প্যানেল ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২২ ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা সদরের ধর্মপাশা গ্রামের বাসিন্দা আওয়ামী পরিবারের সন্তান এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খাঁন পাঠানের প্যানেল ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ এ্যাড. মো. গোলাম কিবরিয়ার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মো. গোলাম কিবরিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খাঁন পাঠান দু’জনই পৃথক পৃথক ভাবে লিখিত বক্তব্য পাঠ করেন এবং তাঁরা নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন। সভাপতি পদ প্রার্থী এ্যাড. গোলাম কিবরিয়া তাঁর লিখিত বক্তব্যে বলেন, আপনারা আমাকে জন্মের পর থেকেই ধর্মপাশা গ্রামের শুধু সন্তান হিসেবেই নয়, আওয়ামী পরিবারের সন্তান হিসেবেও চিনেন এবং জানেন। আমি ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান করে ছাত্রলীগের রাজনীতি শুরু করি। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই এবং পরবর্তীতে ছাত্রলীগের সহ-সভাপতি পদেও নির্বাচিত হই। তিনি আরও বলেন, ২০০৩ সালে আমি ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমি আইন বিষয়ে পড়াশোনার জন্য ঢাকায় চলে যাই। আইন বিষয়ে পড়া শুনা শেষ করে আমি ঢাকা জজ কোর্ট এ প্রেকটিস শুরু করি। ঢাকায় অবস্থান করার সুবাধে আমি আইন পেশার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িয়ে পরি। তারই ফলশ্রুতিতে ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হই। তিনি আরো বলেন, চলমান রাজনীতির ধারাবাহিকতায় আমি আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য আমি আমার মনস্থির করি। এরই ধারাবাহিকতায় আমি সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলায় পোস্টারিং মাধ্যমে প্রচার প্রচারণার কার্যক্রম ও গণসংযোগ চালিয়ে আসছি। তিনি আরও বলেন, এরই লক্ষ্যে আমি ধর্মপাশাবাসী সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজ আমি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আমি এবং সাধারণ সম্পাদক পদে দেনিয়ার হোসেন খাঁন পাঠানের প্রার্থীতা ঘোষণা করছি। তিনি বলেন, আমার প্যানেলে যিনি উপজেলা আ,লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন, তিনি হলেন, দেনিয়ার খান পাঠান সাহেব। তিনি উপজেলা আ,লীগের ত্যাগী ও পরীক্ষিত একজন নেতা। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাই আজ আমি উনার মতো একজন পরীক্ষিত নেতাকে সঙ্গে নিয়ে আপনাদের মাধ্যমে আনুষ্টানিকভাবে আমরা দুইজনের প্রার্থীতা ঘোষাণা করলাম। এসময় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার প্রায় দেড় থেকে দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত ধর্মপাশায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, দাফন সম্পন্ন ধর্মপাশায় সুনামকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন ধর্মপাশায় ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা ধর্মপাশায় ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা, নতুন কমিটি গঠনের দাবি ধর্মপাশায় নবীন বিসিএস ক্যাডারদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময় ধর্মপাশায় খাদ্য গোদামে বোরো ধান সংগ্রহ শুরু ধর্মপাশায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ধর্মপাশায় বালক অনুর্ধ্ব ১৭ ফুটবল দলকে সংবর্ধনা মহানবী মোহাম্মদ (স.) কে কটুক্তি করার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজেলা আওয়ামীলীগেরধর্মপাশায়প্যানেল ঘোষণা