‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না। বৈদেশিক ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন তাদের কঠোর হস্তে দমন করা হবে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে পৌর শহীদ মিনার চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী বলেন, ‘যারা বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা করেছে, ব্যানার ছিঁড়েছে, চেয়ার ভেঙেছে তারা কোন ধরনের মুসলমান আমাদের জানা আছে। প্রশাসনকে বলে যাচ্ছি, এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতার করা হবে। এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’ তিনি বলেন, ‘রাসুলের (সা.) অবমাননা যেখানেই হোক, বিশ্বের যে প্রান্তেই হোক, আমরা তার তীব্র নিন্দা জানাই। তবে সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস উল আলম হীরু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ। Share this:FacebookX Related posts: বাংলাদেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত নিজ দেশে ফিরে গেলেন বাংলাদেশে আটকে পড়া শতাধিক ভারতীয় বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেল চীনের ভ্যাকসিন করোনার নতুন ধরন শনাক্ত বাংলাদেশেও বাংলাদেশে ফিরছেন ড. বিজন বাংলাদেশে আল জাজিরার অবস্থান তলানিতে: তথ্যমন্ত্রী বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করছে : তথ্যমন্ত্রী বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর SHARES Matched Content জাতীয় বিষয়: নষ্ট হতে দেবো না’বাংলাদেশেসাম্প্রদায়িক সম্প্রীতি