নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রচারণা উপলক্ষে আনন্দ র্যালি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রচারণা উপলক্ষে আনন্দ র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সর্ম্পক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর উদ্যোগে একযোগে কেন্দ্রীয়ভাবে ও বাংলাদেশের সকল উপজেলায় এ প্রচারনা উৎসব পালন ও বর্ণিল আতশবাজির আয়োজন করে। শনিবার (১১ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে এক আনন্দ র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক এক আলোচনা সভায় মিলিত হয় । উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবীর , মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, নাগরপুর থানার পরিদর্শক ( তদন্ত ) গোলাম মোস্তফা মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমূখ। পরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের অংশগ্রহণে ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ চিত্রাস্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে স্থানীয় শিল্পী কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় দেশ বিদেশের বরেণ্য শিল্পী কলাকুশলীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা চত্বরে চোখধাঁধানো বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্নস্তরের গণ্যম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নাগরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হালুয়াঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আনন্দমেলা নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: জন্মশতবার্ষিকীনাগরপুরপ্রচারণা উপলক্ষে আনন্দ র্যালিবঙ্গবন্ধু