বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মির্জাগঞ্জে শোভাযাত্রা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে কাউন্ট ডাউনের উদ্বোধন, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উদ্বোধন শেষে উপজেলা শহরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালীদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মহাসিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুস সালাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন, পল্লী সঞ্চায় ব্যাংকের সম্বনয়ক মোঃ আল আমীন ও মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ।