হালুয়াঘাটে সম্মেলন সফল করতে কৈচাপুর ইউনিয়ন আ’লীগ ও চেয়ারম্যানের আনন্দ মিছিল

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২২

::দেওয়ান নাঈম,হালুয়াঘাট ::ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আনন্দ মিছিল করেছে ৩নং কৈচাপুর ইউনিয়ন আ’লীগ ও কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দীর্ঘ ৯ বছর পর আগামী ৩১ শে মে এখানে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ময়মনসিংহ -১,(হালুয়াঘাট -ধোবাউড়া)আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপিকে সভাপতি’র সমর্থনে আনন্দ মিছিল করেছে ৩নং কৈচাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে একটি আনন্দ মিছিল কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন, ৩নং কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর,কৈচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা হুমায়ুন কবির,ডাঃ আব্দুল হকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমূখ। উল্লেখ্য, আসছে ৩১ শে মে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী প্রাঙ্গণে এ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।