হালুয়াঘাটে বীর নিবাস পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
হালুয়াঘাটে বীর নিবাস পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার “বীর নিবাস” ঘর পাচ্ছেন উপজেলার ১০ জন বীর মুক্তিযোদ্ধা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে বীর নিবাস।

প্রত্যেকটি ইটের গাঁথনিতে স্বপ্নের বাড়ি বীর নিবাস দৃশ্যমান হয়ে উঠছে এতে খুশি উপকারভোগী মুক্তিযোদ্ধারাও। তাদের কথায় আনন্দের বার্তা, মুখে ফুটে উঠেছে সুখের হাসির ঝিলিক।

জানা যায়, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশের বাছাইকৃত ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধাগণের বসবাসের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দেবে সরকা। এরই আদলে নির্মাণ করা এইসব বাড়ির নাম হচ্ছে বীর নিবাস।বৃহস্পতিবার(২৬) গোবরাকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বীর নিবাসের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন। বীর নিবাস নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন (শামীম), ঠিকাদারী প্রতিষ্ঠান জিলানী এন্টারপ্রাইজের সত্বাধিকারী রেজাউল আমিন তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলাল উদ্দিন বলেন, বীর নিবাসে তিনটি শয়ন কক্ষ, দুটি শৌচাগার, খাবার ঘর ও রান্নাঘর ও বারান্দা সম্বলিত আধুনিকতার ছোঁয়ায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বীর নিবাসের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার ৬০০ টাকা ।