ভালুকার অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই : ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অগ্মিকান্ডে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের তামাট বাজারে। এই অগ্নি কান্ডে দোকানীদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, উপজেলার তামাট বাজারে মঙ্গলবার সকালে সুলতান মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানীয় লোকজন কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকান্ডে ওই মার্কেটে অবস্থিত ছাইফুল ইসলামের মনোহারি, কামরুল ইসলাম শিকদার, রেজাউল মোল্লাহ্ ইলেক্ট্রনিক্স ও আলমগীর হোসেনের কসমেটিকস, এবং সুজন চন্দ্র শীল ও শ্রী জয় শীলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান। স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন বলেন, ভালুকা থেকে তামাট বাজারের এই রাস্তাটি অচল হয়ে আছে দীর্ঘদিন ধরে, তাই সময়মতো ফায়ারসার্ভিসের লোকজন আসতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো ঘটনা স্থলে আসতে পারলে হয়তো দোকানগুলো ভস্মীভূত হতো না। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, রাস্তা খারাপের জন্য তারা সময় মতো বাজারে পৌছতে পারেনি। স্থানীয় লোকজনই আগুণ নিয়ন্ত্রণে এনেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে। Share this:FacebookX Related posts: ভালুকার সাংবাদিক ওয়াদুদ মিয়া আর নেই পূর্বধলায় জুয়ার আসর থেকে গ্রেফতার-৯ গৌরীপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বাড়াতে সেমিনার গৌরীপুর পৌরসভায় পার্ক,গোরস্থান ও শ্মশানের নির্মাণ কাজ শুরু গৌরীপুরে ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান গৌরীপুরে ওসি’র উদ্যোগে ইফতার সামগ্রী প্রদান গৌরীপুরে করোনায় মৃতদের লাশ দাফন ও অন্ত্যোষ্টি ক্রিয়ার কমিটি গঠিত গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতী সভা গৌরীপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ২ যুবক গ্রেফতার ধোবাউড়ায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলা ভালুকায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৩ ময়মনসিংহে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি৮টি দোকান পুড়ে ছাইঅগ্নিকান্ডেভালুকার