নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার, গ্রেফতার ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ বিনোদন ডেস্ক : নিঁখোজ ভারতীয় গায়িকা দিব্যা ইন্দোরা ওরফে সংগীতার মাটিতে পোঁতা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ১১ মে থেকে নিঁখোজ ছিলেন তিনি। সংগীতাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে রোহতক পুলিশ। হরিয়ানার বিনোদন জগতের জনপ্রিয় মুখ সংগীতা। দিল্লিতে থাকতেন তিনি। তার সঙ্গে প্রায় তিনদিন যোগাযোগ করতে পারছিল না পরিবার। এরপর গত ১৪ মে গায়িকাকে কিডন্যাপ করা হয়েছে মর্মে মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। এরপর তল্লাশি শুরু করে পুলিশ। জানা যায়, রোহিত নামের এক ব্যক্তির সঙ্গে ভিওয়ানিতে মিউজিক অ্যালবাম শুটিং করতে বেরিয়েছিলেন সংগীতা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মেহামের কাছে এক রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে খাবার খাচ্ছে গায়িকা। অন্যদিকে দিব্যার পরিবারের অভিযোগ পুলিশ ঠিক সময়ে উদ্যোগ নিলে হয়তো প্রাণ বাঁচত তাদের মেয়ের। পুলিশকে গায়িকার পরিবার আগেই জানিয়েছিল সংগীতার সঙ্গে কাজ করছিল এমন দুই ব্যক্তিই কিডন্যাপ করেছে গায়িকাকে! শনিবার সংগীতার ফোন সুইচ অন হয়। তারপরই লোকেশন ট্র্যাক করে রোহিতকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সংগীতাকে খুন করবার কথা পুলিশি জেরায় স্বীকার করে নেয় অভিযুক্ত। তিনি জানান, সংগীতা তাকে ব্ল্যাকমেল করছিল, সেই কারণেই বন্ধুর সঙ্গে মিলে গায়িকাকে খুন করে সে। রোহিতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোহতক পুলিশের সাহায্য নিয়ে ভৈরো ভাবানি নামের এক গ্রামের কাছে ফ্লাইওভারের কাছ থেকে উদ্ধার হয়েছে হরিয়ানার এই গায়িকার পচাগলা মরদেহ। এরপর সংগীতাকে শনাক্ত করে তার দেহের ময়নাতদন্তের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে সংগীতাকে। এরপর অপর অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। দুই অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। Share this:FacebookX Related posts: ট্রেনের কেবিন থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার গাঁজাসহ অভিনেত্রী গ্রেফতার রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার শ্রীপুরে কিশোরের মরদেহ উদ্ধার চীনে স্বর্ণখনিতে আগুন: নিহত ২, নিখোঁজ ৪ ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন বড়লেখার যুবক ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ছাড়পত্র পেল বাপ্পি-অপুর ‘প্রিয় কমলা’ গৃহকর্ত্রীকে বিবস্ত্র করে নির্যাতনকারী সেই রেখা গ্রেফতার লাইফ সাপোর্টে কবরী গৃহবধুর মরদেহ হাসপাতালে রেখে উধাও স্বামী SHARES Matched Content বিনোদন বিষয়: ২উদ্ধারগায়িকারগ্রেফতারনিখোঁজমরদেহ