বিদ্যালয় মাঠ দখল করে গাছের চারা রোপণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের মাঠ নেট দিয়ে ঘিরে দখল করে গাছের চারা লাগিয়েছেন এক ব্যাক্তি। অনাকাঙ্খিত এ ঘটনায় হতভম্ব শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। উপজেলার রামখানা ইউনিয়নের শিয়ালকান্দা বহুমূখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে। ১৯৯৩ সালে স্থাপিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এতে ৯৮ শতক জমি দান করেন প্রতিষ্ঠাতা জমিদাতা মৃত ফজলুল হক। সে সময় তিনি জনৈক মীর মতিয়ার রহমানের কাছে ৩২ শতক জমি রেওয়াজ বদল করে নিয়ে এ জমি মিল করেন। পরবর্তীতে এর ১৫ শতক জমি তখন বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি দেয়া হয়। ঘটনাক্রমে বাকি ১৭ শতক জমি রেজিস্ট্রি না হলেও তা ছিল বিদ্যালয়ের অধীনে। দীর্ঘদিন থেকে তা মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিপরীতে ফজলুল হকের কাছে বদলী হিসেবে পাওয়া ১৭ শতক জমি দীর্ঘ ২৭বছর ধরে ভোগদখলে নিয়ে ফসল ফলিয়ে আসছিলেন মীর মতিয়ার রহমান গং। গত বছর তা দখলে নেয় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও জমিতাদা মৃত. ফজলুল হকের স্বজনরা। এতে ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে মীর মতিয়ার রহমানের ছেলে মীর শাহ আলম বিদ্যালয়ের মাঠ নেট দিয়ে ঘিরে দখলে নিয়ে গাছ লাগায়। ফলে বন্ধ হয়ে গেছে স্কুল মাঠে শিশুদের বিনোদন ও খেলাধুলা। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক পড়ালেখার পরিবে। দখলদার মীর শাহ আলম বলেন, ‘স্কুলের জমিদাতা আমার বাবার কাছে জমি নিয়ে বদলি হিসেবে যে জমি দিয়েছে তা লিখে দেয়নি। ফলে তার মৃত্যুর পর তার স্বজনরা তা দখলে নিয়েছে। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে ধরণা দিয়ে কোন প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আমরা এ কাজ করেছি।’ প্রধান শিক্ষক জালাল উদ্দিন সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কোন প্রকার আলোচনা না করে তারা হঠাৎ করে এ কাজ করেছে। সেখানে তারা ৬০টি গাছের চারা রোপণ করেছে। শুধু তাই নয় সেখানে স্থায়ী স্থাপনা গড়তে ইট জমা করেছেন তারা। পরে পুলিশ এসে তা বন্ধ করে দেয়।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আল আসাদ সুমন বলেন, ‘একটি পক্ষ উষ্কানী দিয়ে এই কাজটি করিয়েছে। আমরা দ্রুত তা সমাধানের চেষ্টা করছি।’ অভিভাবক আব্দুল জব্বার বলেন, ‘স্কুল কর্তপক্ষের উদাসীনতা ও একগুয়েমীর কারণে এই অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। যারা জমি দখল করে আছেন তারা ১৭ শতক জমি পাবেন। তাদেরকে জমি বুঝিয়ে দিলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। আমরা চাই মাঠের পূর্বের পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা হোক।’ শিয়ালকান্দা ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘স্কুলে গোপন ভাবে গভর্ণিং কমিটি গঠন ও তিন জনের নিয়োগ নিয়ে জমিদাতা ও এলাকাবাসীর মধ্যে বিরোধে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত এর সমাধান করা দরকার।’ নাগেশ্বরী থানার অফিসার ইন-চার্জ (ওসি) নবীউল হাসান বলেন, ‘বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত সেখানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাছুম বলেন, ‘বিদ্যালয়টির মাঠ দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পর মাঠের জমি দাবি করার পেছনের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দ্রুত এ সমস্যা সমাধানে উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।’ জেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘জমির মীমাংসা না হওয়া পর্যন্ত ওই বিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়াও যাতে মাঠের পরিবেশ বিঘ্নিত না হয় সে ব্যাপারে জমি সংক্রান্ত সমস্যা সমাধানে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।’ Share this:FacebookX Related posts: ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা কুড়িগ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার নিজ অর্থায়নে অসচ্ছল শিক্ষার্থীদের ল্যাপটপ দিলেন এমপি গোপাল পঞ্চগড়ে দশম শ্রেণী ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা পঞ্চগড়ে দরিদ্র গর্ভবতী মায়েদের দুধ-ডিম বিতরণ মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে আহত ৫ পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন বৃহস্পতিবার হারাগাছায় ১০ জুয়াড়ি আটক ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান জেল হাজতে রাণীশংকৈল পৌরসভা হবে মাদকমুক্ত ডিজিটাল : পৌর মেয়র মোস্তাক পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: গাছের চারা রোপণদখল করেবিদ্যালয়মাঠ