ফেনীতে সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্স ও ফেনীর বড় বাজারের ভূঁইয়া ব্রাদার্সের দুটি গুদাম থেকে পলিপ্যাক ও বোতলজাতে সংরক্ষিত ৯২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ঐ দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।

পরে তেলগুলো উপস্থিত ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, উদ্ধারকৃত সয়াবিন তেলগুলো ঈদের আগের সরবরাহ করা। তারা গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।