শ্রীলঙ্কার অবস্থা দেখে দিবাস্বপ্ন দেখছে বিএনপি: হানিফ

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম এমপি ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেছেন, গণতান্ত্রিক পন্থা অনুসরণ রাজনীতি করুন। শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আর তা নাহলে ষড়যন্ত্র কিংবা অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের এন আহমদীয়া স্কুল মাঠে পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল স্বপন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার খোকন পাল, শ্রমিক লীগ সহসভাপতি তোফায়েল আহম্মদ।

তিনি আরো বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি লাভ করেছে। তারা (বিএনপি-জামায়াত) দেশের উন্নয়ন চায় না। কারণ তাদের প্রভু পাকিস্তান উন্নয়নে ব্যর্থ হয়েছে। যে পাকিন্তান এক সময়ে আমাদের শোষণ করেছিল, সে পাকিস্তানের রিজার্ভ এখন ৪৮ বিলিয়ন ডলারের নিচে আর আমাদের রিজার্ভ এখন ৫০ বিলিয়ন ছাড়িয়েছে। এ অপশক্তির বিরুদ্ধে জনগণ তথা নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগ নেতা হানিফ।

বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, প্রবীন নেতা এম আলাউদ্দিন, জেলা আ’লীগ সহসভাপতি সফিকুল ইসলাম, আ’লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মিজানুর রহিম, এ্যাড. সফিক মাহমুদ পিন্টু, সৈয়দ মোজাম্মেল হক মিলন, আবুল কাসেম চৌধুরী, এম এ মোমিন পাটোয়ারী।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ২০০৩ সালে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের পর দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয় এ দিন। সম্মেলনে সদর থানা আ’লীগ সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন। পৌর আ’লীগ সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী হন।