নোয়াখালীতে বাবাকে পিটিয়ে হত্যা, মেয়ে-নাতি গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ১১, ২০২২ নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃদ্ধ মহিন উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর মেয়েসহ তিনি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নিহত বৃদ্ধের মেয়ে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের মুন্সি মিয়ার বাড়ির শাহিনা আক্তার (৩৭) ও তার স্বামী মো. নুর নবী ওরফে সুমন (৪০) তাদের ছেলে মো. ইউছুফ ওরফে শামীম (১৮)। বুধবার সকালে গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার সালনা এলাকা থেকে কবিরহাট থানার পুলিশ তাদের গ্রেফতার করে। দুপুর নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে নুর নবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার মেয়ে, মেয়ের জামাই ও নাতিদের বিরুদ্ধে। নিহত মো. মহিন উদ্দিন উপজেলার উত্তর সুন্দলপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনার পরের দিন সকালে নিহতের আরেক মেয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় নুর নবী (৪০), নুর নবীর স্ত্রী শাহেনা আক্তার (৩৭) ও তাঁদের ছেলে মো.ইউছুফ ওরফে শামীম (১৮)। এ ছাড়া মামলায় নুর নবীর আরেক ছেলেকেও আসামি করা হয়। নুর নবী তাঁর পরিবার নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে নিহত যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে চেয়ারম্যানের ছেলেসহ আটক ২, অস্ত্র উদ্ধার নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে জেলা পুলিশের ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন লকডাউনে নোয়াখালীতে দোকান খোলায় ৭৬ মামলা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: নোয়াখালীতেপিটিয়ে হত্যাবাবাকেমেয়ে-নাতি গ্রেফতার