বুস্টার ডোজ কার্যক্রম গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ৯, ২০২২ স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে বুস্টার ডোজ কার্যক্রম বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। বুস্টার ডোজ কার্যক্রম নিয়ে সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ওয়ার্কশপে এ কথা বলেন ডা. এবিএম খুরশিদ আলম। খুরশিদ আলম বলেন, আমরা কিছুদিন আগে বুস্টার ডোজ কার্যক্রমকে বেগবান করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে এবং বুস্টার ডোজ নেওয়ার মতো লোকও আছে। তিনি বলেন, আমরা বুস্টার ডোজ বেগবান করার লক্ষ্যেই আমরা আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টে ও যারা এ টিকাকার্যে জড়িত থাকে তাদের সঙ্গে। তখন আমরা চিন্তা করি একটা ওয়ার্কশপের চিন্তা করি। সে চিন্তায় আজকের এ ওয়ার্কশপ। এসময় বুস্টার ডোজ কার্যক্রমে জড়িতদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা এতদিন ফিল্ডে যে কাজ করেছেন তা অতুলনীয়। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে থেকে এটিকে সফল করার জন্য। প্রধানমন্ত্রী আমাদের সবসময় তদারকি ও সহযোগিতা করেছেন। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভাগীয় পরিচালক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে দুই কোটি শিশু দেশে গত ২৪ ঘন্টায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি: আইইডিসিআর প্রতি উপজেলায় দিনে ১০-২০টি পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর গণস্বাস্থ্যের কিট হস্তান্তর স্থগিত করোনা পরীক্ষা করতে পারবে ঢাকার তিন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগের মাঝে সমন্বয়ের অভাব আছে বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেল চীনের ভ্যাকসিন ‘সঠিক সময়ে ভ্যাকসিন পেতে ব্যবস্থা নিয়েছি’ করোনায় সুস্থতার হার ৭৯.৩২ শতাংশ করোনাভাইরাসের টিকা নেয়ার আগে-পরে করণীয় ডায়ালাইসিস খরচ কমালো গণস্বাস্থ্য ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজ ৯০ শতাংশ কার্যকর SHARES Matched Content জাতীয় বিষয়: কার্যক্রমগতিশীল করতেপ্রধানমন্ত্রীর নির্দেশবুস্টার ডোজ