বিয়ে করলে বেতন বাড়ায় যে প্রতিষ্ঠান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ৯, ২০২২ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে বিশ্বের অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইসহ অনেক সুযোগ-সুবিধা কমিয়ে দিচ্ছে, সেখানে বিয়ে করলে বেতন বাড়িয়ে দেওয়াসহ সঙ্গী খোঁজার ক্ষেত্রেও সহযোগিতা করছে ভারতের একটি প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে তামিলনাড়ুর সিভাকাসিতে যাত্রা শুরু করে শ্রী মুকামবিকা ইনফোসল্যুশন (এসএমআই) নামে একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিধি বড় হতে থাকলে এক সময় কর্মী পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে ২০১০ সালে বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি ওই রাজ্যের মাদুরাইয়ে চলে যায়। প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকেই বিয়ের ক্ষেত্রে কর্মীদের বিশেষ সুবিধা দিতো। এরপর কর্মীদের সঙ্গী খুঁজতেও সহযোগিতা শুরু করে। এছাড়া প্রতিষ্ঠানটি বছরে কর্মীদের দুইবার বেতন বাড়ানোর নীতি গ্রহণ করে। আর এই বেতন বৃদ্ধি হবে ৬ থেকে ৮ শতাংশ। গত বছর ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান যখন কর্মী সংকোচন নীতি গ্রহণ করেছিল, তখনো দুইবার বেতন বৃদ্ধি অব্যাহত রেখেছিল প্রতিষ্ঠানটি। এছাড়া প্রতিষ্ঠানের সেরা কর্মীদের জন্য ছিল বিশেষ সুবিধা। এসএমআইয়ের এসব বিশেষ সুবিধার কারণে কর্মীরা সহজে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যান না। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যখন কর্মীদের চাকরি ছাড়ার হার ২০ শতাংশ, তখন এই প্রতিষ্ঠানে কর্মী ছাড়ার হার মাত্র ১০ শতাংশ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৭৫০ জন কর্মী কাজ করেন। এর মধ্যে ৪০ শতাংশ কর্মী কমপক্ষে পাঁচ বছর ধরে সেখানে কর্মরত। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এমপি সেলভা গণেশ নিজেই কর্মীদের ভালোমন্দ দেখাশোনা করেন। তিনি বলেন, কর্মীরা যখন কোন সংকটে পড়েন, তখন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। Share this:FacebookX Related posts: মাগুরায় বাঘ নিয়ে বিপাকে পুলিশ খুলনায় বর্ণিল আয়োজনে মুজিববর্ষ পালনের উদ্যোগ ব্যানার ফেস্টুনে সেজেছে নগরী বাতাস দিয়ে খাদ্য তৈরি করছেন বিজ্ঞানীরা করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে – যতসব ষড়যন্ত্র তত্ত্ব আত্রাইয়ে সৌখিন কবুতর প্রেমী মুয়াজ্জিন শরিফুল ইসলাম হাতিয়ায় ছাগল মেলা অনুষ্ঠিত একসঙ্গে ৬ গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে স্বামী ১৪ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে বাজারে আসছে পুরুষের জন্মবিরতিকরণ পিল! এক দিনে পাঁচ ভাই-বোনের বিয়ে ফরিদপুরে দুই মাথাওয়ালা অদ্ভুত শিশুর জন্ম, ৩ ঘণ্টা পর মৃত্যু বাঁচানো গেল না জোড়া পেটের দুই নবজাতককে SHARES Matched Content বিচিত্র-সংবাদ বিষয়: বিয়ে করলেবেতন বাড়ায়যে প্রতিষ্ঠান