গৌরীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগ ও অংশ সহযোগী সংগঠন বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, কৃষি সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মুনসুর আহাম্মেদ মিলন, মহিলা শ্রমিকলীগের আহ্বায়ক নাছিমা আক্তার পাপড়ি, আওয়ামী লীগ নেতা মোঃ মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোস্তাকীম প্রমুখ।