ফেনীতে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

রোববার শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

তিনি বলেন, রমজান মাস থেকে অদ্যবধি জেলার বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে হামলা, ইফতার সামগ্রী লুট, প্যান্ডেল ভাংচুর ও আয়োজকদের উপর হামলা করেছে সরকারদলীয় লোকজন। গত ০৪ মে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক জয়নাল আবদীনকে তাঁর ফলেশ্বরস্থ বাসভবনে অবরুদ্ধ করে রাখে ও বাসার আশপাশে মহড়া ও বিস্ফোরণ ঘটায় আওয়ামী সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখনই তারা পুরো জেলাকে বিএনপি নেতাকর্মী শূন্য করতে চায়। এ ব্যাপারে আমরা ফেনী প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি।

এ সময় দলের সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।