ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে মেজবাহ উদ্দিন- (৬০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত মেজবাহ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে ও সদর উপজেলার ঘাটুরা গ্রামে অবস্থিত আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মোঃ ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় ১ বছরের কারাদন্ড ও সাড়ে সাত কোটি টাকা জরিমানাপ্রাপ্ত কয়েদি হিসেবে চলতি বছরের ২১ মাচ জেলা কারাগারে আসেন।

শনিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ করে অসুস্থ হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রহমত উল্লাহ বলেন, ওই কয়েদিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত ঘোষনা করি।