জুয়ায় হেরে যাওয়া টাকা উদ্ধার করতে শহিদুলকে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের আলোচিত চাতাল শ্রমিক শহিদুল ইসলাম (৬০) এর হত্যার রহষ্য উদ্ঘাটন করেছে পুলিশ। জুয়ায় হেরে যাওয়া টাকা উদ্ধার করতেই বৃদ্ধ শহিদুলকে হত্যা করে চার জুয়াড়ী। এদের মধ্যে হত্যাকান্ডে অংশ নেয়া তিন জুয়াড়ীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় ঘটনার পর থেকে তারা গাঁ ঢাকা দেয়, ঈদের দিন রাতে বাড়ীতে আসলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার শিবনগর ইউপির দাদপুর মালিপাড়া গ্রামের কালাচাঁদ এর ছেলে আমিনুল ইসলাম টেম্পু(২৪) পশ্চিম গৌরীপাড়া জোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে জিবন (১৯) একই গ্রামের সরোয়ার্দ্দির ছেলে আশিক (১৮) ও দাদপুর মালিপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে সোহেল (২১)। মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক রওশন আলী বলেন আটক তিন জুয়াড়ীর মধ্যে একজন হত্যাকান্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। তার দেয়া স্বীকার উক্তি অনুযায়ী অন্য জুয়াড়ীদের আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রওশন আলী বলেন ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার দিন ১৭ এপ্রিল দিবাগত রাতে দক্ষিন বাসুদেবপুর একটি নির্জন ইউ বাগানে নিহত শহিদুলসহ কয়েকজন জুয়া খেলছিল, জুয়ায় ধৃত আসামীগণ সকলে মিলে সাড়ে ১০ হাজার টাকা হেরে যায়, আর সেই টাকা জিতে নেয় শহিদুল ইসলাম। এরপর শহিদুল জুযায় জিতে নেয়া টাকা নিয়ে বাড়ীতে চলে আসতে চাইলে অন্য জুয়াড়ীদের সাথে বাক-বিতন্ডা ও ধস্তা-ধস্তি শুরু হয়, এসময় এক জুয়াড়ী শহিদুলের গলা ছুরি দিয়ে কেটে দেয়, অবস্থা বেগতিক দেখে শহিদুল ইসলামকে আফতাব আলীর মীল চাতালের একটি পরিত্যাক্ত ঘরের বারান্দায় গলায় ফাঁশ দিয়ে ঝুলিয়ে রেখে, শহিদুলের নিকট থাকা জুয়ার টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন ঘটনার পর প্রযুক্তিগত সহযোগীতা নিয়ে ঘটনার দিন সন্দেহ মুলকস্থানে ধৃত আমিনুল ইসলাম টেম্পুর অবস্থান জানতে পেরে তাকে আটক করা হয়, আমিনুল ইসলাম টেম্পু পুলিশের নিকচ হত্যাকান্ডের জড়িত থাকার কথা স্বীকার করায়, তার দেয়া তথ্যে ভিত্তিতে অন্য জুয়াড়ীদের আটক করা হয়। উল্লেখ্য চলতি সনের গত ১৮ এপ্রিল উপজেলার দক্ষিন বাসুদেবপুর আফতার আলীর মীল-চাতালের একটি পরিত্যাক্ত ঘরের বারান্দায় দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে শহিদুল ইসলামের গলা কাটা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত শহিদুল ইসলামের ভাই রহেদুল ইসলাম বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার পঞ্চগড়ে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ৩ ডাকাত আটক দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত মানবতা বিরোধী অপরাধে কুড়িগ্রামে ১৩ রাজাকার গ্রেফতার পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ ফেনসিডিলসহ দুই নারী আটক হিলিতে ৪০ হাজার গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২ রংপুরে প্রাইভেটকারে মাদক পরিবহন: কলেজ শিক্ষকসহ ৩জন আটক SHARES Matched Content অপরাধ বিষয়: জুয়ায়টাকা উদ্ধার করতেশহিদুলকে হত্যাহেরে যাওয়া