সিরাজগঞ্জে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান ও মোটরবাইকে করে কর্মস্থলে ফিরছেন হাজারো শ্রমজীবী মানুষ। তবে এই মহাসড়কে কোন যানজট নেই। অনেকটা স্বস্তিতে ফিরছেন তারা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের ভুইয়াগাতী, চান্দাইকোনা, হাটিকুমরুল গোলচত্বর, মুলিবাড়ী, সয়দাবাদ, কড্ডার মোড় ঘুরে এমনটাই দেখা গেছে।

কড্ডার মোড়ে যানবাহনের জন্য অপেক্ষমাণ পোশাক শ্রমিক আব্দুল খালেক বলেন, আমাদের ছুটি শেষ। যেকোনো ভাবে ঢাকায় ফিরতে হবে। বাসে ভাড়া বেশি তাই কয়েকজন মিলে পিকআপ ভাড়া করেছি। ঝুঁকি থাকলেও আমাদের মতো মানুষের এই ব্যবস্থা ছাড়া উপায় নেই।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান বলেন, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে শনিবার সকাল থেকেই মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের মুলিবাড়ী, হাটিকুমরুল ও কড্ডার মোড়সহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনে উঠতে ভিড় করছেন ঢাকামুখী যাত্রীরা। তবে যানজট নেই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে। নিম্নআয়ের শ্রমজীবী মানুষ অর্থ সাশ্রয়ের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপভ্যানে করে কর্মস্থলে ফিরছেন। আমরা নিষেধ করলেও তারা মানছেন না। মানবিক কারণে আমরাও ছাড় দিচ্ছি। এছাড়া মহাসড়কের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।