রাণীনগরে মুজিব জন্মশত বার্ষিকী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রসাশন ও দলীয় ভাবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আওয়ামীলীল ও অংগ সংগঠন এবং বিকেলে উপজেলা প্রসাশনের আয়োজনে পৃথক পৃথকভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয় । শোভাযাত্রায় উপজেলা প্রসাশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন পরিষদ অংশগ্রহন করে।

শোভাযাত্রা শেষে উপজেলা জিরোপয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সাংসদ ইসরাফিল আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ইউএনও আল মামুন,ওসি মো: জহুরুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু,সম্পাদক মফিজ উদ্দীনসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।