দৌলতদিয়া নৌরুটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছেন লোকজন। এজন্য এই নৌরুটে দেখা দিয়াছে ব্যক্তিগত গাড়িসহ মানুষের ঢল।

শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় সেখানে তেমন ভোগান্তি হয়নি। তবে ধারণক্ষমতার বেশি যাত্রী পারাপার করা হচ্ছে বলে অনেক যাত্রীই অভিযোগ করেন।

অপরদিকে দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনে দেখা যায়, ভেঙে ভেঙে আসা বহু যাত্রী ফেরিতে পদ্মা পার হয়ে গন্তব্যে ফিরছেন।

এ সময় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব রফিকুল ইসলাম লঞ্চ ঘাট পরিদর্শনে প্রয়োজনীয় উপকরণ না থাকার কারণে এবং একটি লঞ্চে চালকের সহকারী লঞ্চ চালানোর অভিযোগে দুটি লঞ্চকে দশ হাজার টাকা জরিমানা করেন এবং অন্যদের সতর্ক করেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের সংখ্যা। সেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে। এতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ক্যানেল ঘাট পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে পড়ে শতাধিক ছোট-বড় যানবাহন।

যশোর থেকে আসা যাত্রী ফজলুর রহমান বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নিকটে এসে জ্যামে পড়ে রিকশায় লঞ্চ ঘাটে আসলাম। এরপর ওপার থেকে ভেঙে ভেঙে ঢাকায় যেতে হবে। এতে সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া গুণতে হবে।

কুষ্টিয়া থেকে আসা জেআর পরিবহনের যাত্রী তাহমিনা আক্তার বলেন, ঈদে বাড়ি যেতে এই ঘাটে তেমন একটা ভোগান্তি না হলেও এখন ফিরে আসতে দুর্ভোগ হচ্ছে।

অপরদিকে দৌলতদিয়া ঘাটে ফেরি ও লঞ্চে যাতে কেউ বাড়তি টাকা না নিতে পারে সেজন্য জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নজরদারি করতে দেখা গেছে। পাশাপাশি যাতে সকলে নিয়ম মেনে পার হয় সেজন্য বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, এই ঈদে যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরি প্রস্তুত রাখা হয়েছিল। যার মধ্যে দুইটি ফেরি বিকল হয়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য রাখা হয়েছে। বাকি ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।