কোটচাঁদপুরে ধর্ষণের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্ষণ মামলায় স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৭জানুয়ারী) রাতে শহরের রেল স্টেশন পাড়া থেকে তাদের কে আটক করা হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার সন্ধায় রেল স্টেশন পাড়ার মোঃ আরিফ এর স্ত্রী পলি খাতুন শহরের আখ সেন্টার পাড়ার এক গৃহবধূকে পূর্বপরিচিত’র জেরে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে পলি ও তার স্বামী গৃহবধূকে ঘরের ভিতর আটকে রাখে। এবং স্ত্রীর সহযোগিতায় ওই গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী থানায় অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ রেল স্টেশন পাড়ার মনোয়ার হোসেনের ছেলে আরিফ (১৯) ও ধর্ষণের সহযোগীতার অপরাধে তার স্ত্রী পলি খাতুন (১৮) কে আটক করে। তাদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমণ আইনে মামলা দায়ের হয়েছে।