ধোবাউড়ায় আপনার দোরগোড়ায় অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ- ময়মনসিংহের ধোবাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানে “আপনার দোরগোড়ায় ওসি” কর্মসূচির মাধ্যমে সেবা প্রদান করা হয়।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সামনে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা’র উদ্যোগে এই সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

এসময় বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে বিভিন্ন সমস্যার কথা বলেছেন। পরিদর্শন করে পুলিশের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নিবার্হী অফিসার রাফিকুজ্জামান। উপস্থিত ছিলেন ওসি তদন্ত চাঁদ মিয়াসহ থানার সকল অফিসার ফোর্স।