১১ মাসের মধ্যে বেশি রেমিট্যান্স এলো এপ্রিলে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০২২ অনলাইন ডেস্ক : গত এপ্রিল মাসে প্রবাসীরা ২০০ কোটি ৯৫ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা টাকার হিসাবে (এক ডলার সমান ৮৬ টাকা ৪০ পয়সা) ১৭ হাজার ৩৬২ কোটি টাকা। একক মাস হিসেবে যা গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি পাঠানো রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এপ্রিল মাসে দেশে ২০০ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। যা ২০২১ সালের এপ্রিল মাসের চেয়ে বেশি। গত বছরের এপ্রিল মাসে ২০৬ কোটি ৭৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এ অঙ্ক গত ১১ মাসের মধ্যে বেশি। ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই কোন উৎসবের সময় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিজ পরিবারের জন্য অর্থ পাঠান। এবারের ঈদ-উল-ফিতরেও এর ব্যত্যয় ঘটেনি। ঈদে নিজ নিজ পরিবারের কেনাকাটায় বাড়তি অর্থ দেশে পাঠানোর কারণে প্রবাসী আয় বেশি আসে। আগামী কোরবানির ঈদেও এভাবে রেমিট্যান্স আসতে পারে বলে মনে করেন তারা। এর আগে ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি। গত বছরের ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ ডলার এসেছিল। চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছিল ১৮৬ কোটি ডলার। Share this:FacebookX Related posts: করোনার প্রভাবে রফতানি, রেমিট্যান্স ও বিনিয়োগ কমার আশঙ্কা সিপিডির রিজার্ভ চুরির মামলায় হেরে গেল বাংলাদেশ করোনায় অর্থনীতির নেতিবাচক প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী অর্থনীতির ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব থেকে উত্তরণে ৪ পরিকল্পনা বাজার-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাল আমদানিতে শুল্ক কমলো ৩৭ শতাংশ এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বোতলজাত সয়াবিন তেলে লিটারে বেড়েছে ৩০ টাকা SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ১১ মাসের মধ্যেএপ্রিলেএলোবেশিরেমিট্যান্স