​​​​​​​কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে ডুবে মোসাইবা আক্তার-(৩) ও সানাউল হক-(৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু মোসাইবা তিনলাখপীর গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লা জেলার হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে শিশু সানাউল তার পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে সে তার মামাতো বোন মোসাইবার সাথে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর বাড়ির পেছনে ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলার তন্তর বাজারের একটি বে-সরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।