হালুয়াঘাটে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
????????????????????????????????????

এম.এ খালেক, হালুয়াঘাট:
ময়মনসিংহের হালুয়াঘাটে গতকাল শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের সানফ্লাওয়ার স্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার ( ভূমি ) তানভীর আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা,সমবায় কর্মকর্তা কামরুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।