জয়পুরহাটে কালবৈশাখীতে সাড়ে ৪ কোটি টাকার ফসলহানি

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের ওপর দিয়ে গত ২৯ এপ্রিল রাতে বয়ে যাওয়া কালবৈশাখীর আঘাতে সাড়ে ৪ কোটি টাকার ফসলহানি হয়েছে। এতে ১৯ হাজার ৫৯০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২৯ এপ্রিল রাতে কালবৈশাখীর আঘাতে ঘরবাড়িসহ মাঠে থাকা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য কৃষি বিভাগ দ্রুত কাজ শুরু করে। কৃষি বিভাগের দেখানো ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ১৬ হাজার হেক্টর বোরো ধান একেবারেই হেলে পড়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২১৩ হেক্টর। এ ছাড়াও ৭৩০ হেক্টর কলার মধ্যে ১৪০ হেক্টর কলা একেবারেই নষ্ট হয়েছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে শাকসবজি ২৮ হেক্টর, আম ২৫ হেক্টর ও ভূট্টা ১০ হেক্টর।

জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানান, কালবৈশাখীর আঘাতে জেলায় ফসলের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৪ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৯ হাজার ৫৯০ জন। কালবৈশাখীর আঘাতে জেলায় ক্ষয়ক্ষতির বিবরণ ও কৃষকের সংখ্যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।