২৫ মাস পর করোনায় সর্বনিম্ন শনাক্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ৫, ২০২২ স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এনিয়ে টানা ১৫ দিন দেশে কোনো করোনা রোগী মারা যায়নি। সর্বশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭। এদিকে, দৈনিক শনাক্তের সংখ্যাও কমে চারজনে নেমেছে। ২০২০ সালের ৫ এপ্রিল অর্থাৎ ২৫ মাস আগে ২৪ ঘণ্টায় পাঁচজন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন শনাক্ত চারজনসহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে। বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে দুই হাজার ২২৬টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ২১২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ২৫৭ জন। এনিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: করোনায় আজও নতুন করে আক্রান্তের কোনো খবর নেই দেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নতুন শনাক্ত ২১৯ জন দেশে করোনায় নতুন মৃত্যু ৩৫, শনাক্ত ২৬৩৫ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৮ জন করোনায় প্রবাসীদের ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করেছি : প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত বেড়েছে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু, শনাক্ত ৫২৬৮ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৬ জন SHARES Matched Content জাতীয় বিষয়: ২৫ মাস পরকরোনায়সর্বনিম্ন শনাক্ত