নওগাঁয় শপথ নিলেন নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

নওগাঁ প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁর বদলগাছী উপজেলার ৮ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহীম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মবর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারের সকল কর্মকা- ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সকল চেয়ারম্যানের প্রতি আহবান জানান তিনি।