প্রথম বারের মতো প্যারেডে অংশ নিলো ডগ স্কোয়াড-সোয়াট

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

স্টাফ রিপোর্টার : ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্যারেডে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল প্যারেড ও অভিবাদন গ্রহণ করেন।

প্যারেডে নয়টি দলের সঙ্গে অংশগ্রহণ করে পুলিশের ডগ স্কোয়াড, বিশেষায়িত ইউনিট সোয়াট ও মোটরবাইক ইউনিট।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশের ১১টি ইউনিট প্যারেডের মধ্যে ৯টি ইউনিট প্যারেডে অংশ নেয়। প্যারেডে অংশ নিতে ঢাকার বাইরে থেকে পুলিশের কোনো সদস্যকে আনা হয়নি।

পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হবে বলে আগেই জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়া হয়।