বগুড়ায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২ অনলাইন ডেস্ক : বগুড়ার গাবতলীতে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে জাকির হোসেন নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে হয়। নিহত জাকির হোসেন জাইগুলি উত্তরপাড়া গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। তিনি রঙ মিস্ত্রির কাজ করতেন। নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতীক) সমর্থক হিসেবে কাজ করছিলেন। স্থানীয়রা জানায়, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদেরকে উৎসাহিত করার কাজ করছিলেন সাইদুল ইসলামের টিউবওয়েল প্রতীকের কর্মী-সমর্থকরা। এ সময় সেখানে আরেক মেম্বার প্রার্থী মিঠু মিয়ার (ফুটবল প্রতীক) কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে জাকির হোসেনকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে জাকির হোসেন মারা যান। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মেম্বার প্রার্থীদের মধ্যে বিরোধের জের ধরে ভোটকেন্দ্রের বাইরে এ হত্যাকাণ্ড ঘটে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩ বগুড়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ বগুড়ায় করোনা প্রতিরোধে পুলিশের সভা বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বগুড়ায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ এক ব্যক্তি আটক বগুড়ায় ধান কাটার উৎসব চলছে বগুড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত বগুড়ায় ১৭০ বস্তায় সরকারি চাল উদ্ধার বগুড়ায় ১ জানুয়ারি থেকে ইট বিক্রি বন্ধ ঘোষণা বগুড়ায় ৬ ডাকাত গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: কুপিয়ে হত্যাবগুড়ায়ভোটকেন্দ্রের বাইরেযুবককে