তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির রামগড়ে তালাবদ্ধ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের মোহাম্মদ সোলেমানের স্ত্রী পিংকি আক্তার (২৫) ও তার ৪ মাসের শিশু কন্যা। মোহাম্মদ সোলেমান (২৯) পেশায় একজন রাজমিস্ত্রী।

নিহতের ভাই ইমরান হোসেন সুজন বলেন, ঘাতক ভগ্নীপতি পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে বোনের সঙ্গে প্রায় সময়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার হত্যাকারী তার বড় মেয়ে সুলতানা (৪) কে এক আত্মীয়ের বাড়ি নোয়াখালীতে রেখে আসে। গত শুক্রবার কোন এক সময় আমার বোন ও তার শিশু কন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। কয়েকদিন বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেয়া হয়। পরে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে পেচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।

নিহতের ফুফু বিবি কুলছুম বলেন, ঘাতক সোলেমান নোয়াখালীতে তার এক মামাত বোনের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়লে পারিবারিক অশান্তি শুরু হয়। অভাবের সংসারে পরকিয়া নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই মতবিরোধ লেগে থাকতো। বিষয়টি কয়েকবার মিমাংশাও করা হয়েছিলো।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামন বলেন, পারিবারিক সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পিতা বাদি হয়ে রামগড় থানায় মামলা করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।