কাপ্তাই থানা ওসির বরণ ও বিদায় সংবর্ধনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি কাপ্তাই উপজেলা কাপ্তাই থানা আয়োজনে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন এর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ জসিম উদ্দীন এর বরণ উপলক্ষে “বরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়। সোমবার (৩ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টায় কাপ্তাই থানা মূল ফটকের সামনে কাপ্তাই থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আকতার হোসেন সঞ্চালনায় ও সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই সার্কেল রওশন আরা রব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহীনুর রহমান, কাপ্তাই ট্রাফিক পুলিশ ইনচার্জ সুভাষ চন্দ্র দে, বিপুল পাল, কেপিএম ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীপক বড়ুয়া। এছাড়া কাপ্তাই থানার সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই খলিলুর রহমান, এসআই সরোয়ার, এসআই ফারুক পাটোয়ারি, পুলিশ কনস্টেবল মনির। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিমন, সাংবাদিক মাহাফুজ আলম,সাংবাদিক রিপন মারমা, সাংবাদিক অর্নব মল্লিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত থানা ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দীন বক্তব্যে বলেন, আমি কাপ্তাই থানা ওসি হিসেবে নতুন এসেছি। এর আগে ওসি হিসেবে বরকল থানা নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করেছি। এই থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক সকল দপ্তর প্রধান, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছে তিনি সহযোগিতা চান বিদায়ী কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দীন বলেন, এখানকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পুলিশের জনবান্ধব কাজে সব সময় সহযোগিতার হাত প্রসারিত করে। তাই এখানে যে কোন পরিস্থিতিতে কাজ করে সফলতা আনা সম্ভব। আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। কারো সহযোগিতা ছাড়া একা ওসি’র বা পুলিশের পক্ষে মানবিক পুলিশ হওয়া সম্ভব না। এসময় তিনি আয়োজিত সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে জন্য উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে উপজেলা প্রশাসন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন এবং সামাজিক সংগঠনের পক্ষে বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুল, ক্রেস্ট ও গিফট সামগ্রী তুলে দেন অতিথিরা। Share this:FacebookX Related posts: বইয়ের পাশাপাশি পোষাক ও টিফিনের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা দেয়ার সিদান্ত রয়েছে পটিয়ায় এস. আলম বাস সার্ভিসের উদ্বোধন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম কে বিদায় সংবর্ধনা পটিয়ায় সার্ভেয়ার ফোরামের আহবায়ক কমিটি গঠন নবীনগরে আগুনে পুড়লো ১২ দোকান পটিয়ায় আড়াই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন রামগড়ে বিষপানে যুবকের আত্নহত্যা ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এক টাকার সদাই কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত বেড়ে ৫ লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ওসির বরণকাপ্তাই থানাবিদায় সংবর্ধনা