কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফুল আরেফিন গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া কিশোরগঞ্জের ৭৬৩টি মসজিদে জহুরের নামাজের পর দোয়া মিলাদ মাহফিল ও সনাতন ধর্মীদের মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।