একই ওয়ার্ডে স্বামী-স্ত্রী, সাঈদের লাটিম-বউয়ের ঠেলাগাড়ি!

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশগ্রহণ করছেন ক্যাসিনো সাঈদ হিসেবে খ্যাত এ কে এম মমিনুল হক সাঈদ।তিনি ডিএসসিসি’র নয় নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। একইসঙ্গে তার স্ত্রী ফারহানা আহম্মেদ বৈশাখীও কাউন্সিলর পদে নির্বাচন করছেন।সাঈদকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডিএসসিসির নয় নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়ানো সাঈদের প্রতীক লাটিম।একই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে দাঁড়ানো স্ত্রী ফারহানা আহম্মেদ ওরফে বৈশাখীও প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁর প্রতীক ঠেলাগাড়ি।শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে স্থাপিত ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাঈদ ও তাঁর স্ত্রীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় সাঈদ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না।গেল বছর ১৮ সেপ্টেম্বর র‍্যাব ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করলে সাঈদ আত্মগোপনে চলে যান। প্রায় তিন মাস পর গত ২৬ ডিসেম্বর আবারো ঢাকায় ফিরেন।

তিনি বিদেশে থাকার সময়ই পুলিশের বিশেষ শাখা (এসবি) তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।মতিঝিল-ফকিরাপুল-দৈনিক বাংলা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে রহস্যমানব হিসেবে পরিচিত মমিনুল হক সাঈদ।তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। এছাড়া ওয়ান্ডারার্স ক্লাব পরিচালিত হতো সাঈদের নেতৃত্বে।গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ডিএসসিসি নির্বাচনের সাঈদের ওয়ার্ডে তার পরিবর্তে দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের নাম ঘোষণা করা হয়। যিনি শুক্রবার নির্বাচনী প্রতীক হিসেবে ঘুড়ি পেয়েছেন।উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবারের কাউন্সিলর পদে নির্বাচিত হন এ কে এম মমিনুল হক সাঈদ।