নোয়াখালীতে ককটেল তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ককটেল তৈরীর সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯) একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো.জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম (২৫)মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) মো.শহীদ উল্যাহ (৫৫)।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি। তিনি আরও জানান,শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হাডু মিয়ার বাড়ী ও সহিদ মিয়ার নতুন বাড়ীতে গ্রেফতারী পরোয়ানা তামিল কালে (এসআাই) সবুজ চন্দ্র পালের নেতৃত্বে রাত্রি কালিন টহল মোবাইল-১ অভিযান পরিচালনা করে। এ সময় রাত ১টা ৩০মিনিটের দিকে ৪ আসামিকে ককটেল তৈরির সরঞ্জাম সহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, গ্রেফতারকৃত চার আসামিকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।