মদনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধ শেষ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস ও জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ র‌্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্ষণগণনা উন্মোচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসানের নেতৃত্বেমুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী ও অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।