অভিযান- ১০ লঞ্চের মালিক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১ অনলাইন ডেস্ক : ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের মালিক মো. হামজালাল শেখকে গ্রেফতার করা হয়েছে।সোমবার র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, তাকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এতদিন তিনি এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন। নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, রোববার দুপুরে নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান এই মামলা করেন। গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে। Share this:FacebookX Related posts: ফাঁদ মামলায় ১০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার লিবিয়া হত্যাকাণ্ড: ক্যাম্প মালিক দালালসহ ৪ জন গ্রেফতার শিগগিরই গ্রেফতার রিজেন্টের সাহেদ : র্যাব ওসি প্রদীপ গ্রেফতার হাজী সেলিমের ছেলে গ্রেফতার, বাসায় তল্লাশি চালাচ্ছে র্যাব ডেমরায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫ রাজধানীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার এক রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪ SHARES Matched Content জাতীয় বিষয়: অভিযান- ১০গ্রেফতারলঞ্চের মালিক